সাড়া পড়েছে কাশবনে
শাহরিয়ার শাকির, শেরপুর ‘ইচ্ছে করে ডেকে বলি: ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে/ তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস।’ রোমান্টিকতার আদলে কবি নির্মলেন্দু গুণ যে কাশফুলের বন্দনা করেছেন, সেই কাশফুলের ঋতু শরৎ এখন প্রকৃতিতে। নীল আকাশে…